• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন

আফগানে সংঘর্ষে ৮ তালেবান নিহত

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮
Security forces inspect an explosion site in Lashkar Gah, capital of southern Helmand province, Afghanistan, Saturday, Feb. 24, 2018. In a second suicide bombing attack near another military base in Helmand's capital city Lashkar Gah, one security person was killed and seven civilians wounded, Omar Zwak, spokesman for the provincial governor in Helmand said. (AP Photo)

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের চারদারা জেলায় বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে বন্দুকযুদ্ধে কমপক্ষে আট জঙ্গি নিহত হয়েছে। এ প্রদেশের সেনা কর্মকর্তা আব্দুল হাদি একথা জানান। খবর সিনহুয়ার।
সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে সংঘটিত ওই বন্দুকযুদ্ধে আরো ছয় জঙ্গি আহত হয়।
এতে নিরাপত্তা বাহিনীর কোন সদস্য হতাহত হয়েছে কিনা তা উল্লেখ না করে ওই সেনা কর্মকর্তা জানান, এ বন্দুকযুদ্ধে কোন বেসামরিক নাগরিক আহত হয়নি।
তিনি আরো জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা চারদারা জেলা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় জঙ্গিদের প্রতিহত করা অব্যাহত রাখবে।
তবে এখন পর্যন্ত এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ