আসন্ন জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়। এই স্কোয়াডে নতুন মুখ ফজলে রাব্বি মাহমুদ।
ইনজুরির কারণে এশিয়াকাপ থেকে ছিটকে পড়েছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এছাড়া এশিয়া কাপ চলাকালীন দল থেকে বাদ পড়েন মোসাদ্দেক হোসেন সৈকত ও মমিনুল হক।
আগামী ২১ অক্টোবর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে প্রথম ওয়ানডে।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে দল:
মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিথুন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, নাজমুল হোসেন অপু, আবু হায়দায়, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দীন, ফজলে রাব্বি।