দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারানোর পর ব্যাট হাতে নেমেছিলেন ব্রেন্ডন টেলর। তিনি ধীরে ধীরে দুশ্চিন্তার কারণ হয়ে ওঠছিলেন বাংলাদেশের জন্য। শেষ পর্যন্ত এলবিডব্লিউর ফাঁদে ফেলে তাকে সাজঘরে ফেরাতে সক্ষম হয়েছেন মাহমুদউল্লাহ। আউট হওয়ার আগে ৭৩ বল থেকে ৯টি চার ও একটি ছক্কার মারে তিনি করেন ৭৫ রান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৬ ওভারের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়িয়েছে তিন উইকেটে ১৮২ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার দুপুরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। তাই প্রথমে ব্যাট হাতে মাঠে নামতে হয় জিম্বাবুয়েকে।
শুরুতে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৮ রানে হ্যামিল্টন মাসাকাদজাকে (১৪) আউট করে শুভ সূচনার আভাস দিচ্ছিলেন সাইফ উদ্দিন। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। এই জুটিতে ৫৪ রান করেন জুয়াও-টেলর। এরপর দলীয় ৭২ রানে কেপহাস জুয়াওকে (২০) নিজের প্রথম শিকারে পরিণত করেন মিরাজ। এরপর টেলরের সঙ্গী হন সিন উইলিয়ামস। দলীয় ১৪৭ রানে জুটি ভাঙার আগে তারা যোগ করেন ৭৫ রান।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ। তাই এই ম্যাচ জিতলে আজই সিরিজ নিশ্চিত হয়ে যাবে মাশরাফিদের। অপরদিকে সিরিজে টিকে থাকতে হলে জিম্বাবুয়েকে অবশ্যই জিততে হবে এই ম্যাচে।