সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে আগামী ৩ নভেম্বর শুরু হবে। তার আগে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে জিম্বাবুয়ের অনুশীলন ম্যাচ শুরু হচ্ছে। সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে শুরু হতে পারেনি।
এই ম্যাচের জন্য ১২ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করেছে বিসিবি।
দলে সুযোগ পেয়েছেন পেস বোলার শাহাদাত হোসেন রাজীব। ২০১৫ সালের পর বিসিবির কোনো দলে সুযোগ পেলেন তিনি। ফিটনেসে উন্নতির পর চলমান জাতীয় লিগের প্রথম রাউন্ডে আট উইকেট নিয়েছেন শাহাদাত। পেসনির্ভর বোলিং আক্রমণে আরো থাকছেন রুবেল হোসেন, আবু হায়দার রনি, এবাদত হোসেন।
স্বীকৃত কোনো স্পিনার নেই দলে। বাঁহাতি স্পিনার বলতে টুকটাক বোলিং করা ফজলে রাব্বি। অফস্পিন করবেন আফিফ হোসেন, মোসাদ্দেকরা।