• রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন

রাখি একজন রূপান্তরকামী, দাবি তনুশ্রীর

আপডেটঃ : মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮

কয়েক দিন আগেই তনুশ্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন বলিউড অভিনেত্রী রাখি সবন্ত। বলেছিলেন, তনুশ্রী একজন সমকামী। শুধু তাই নয়, দাবি করেন, তনুশ্রী নাকি তাকে একাধিকবার ধর্ষণ করেছেন।
তিনি বলেন, ১২ বছর আগে আমার প্রিয় বন্ধু ছিল তনুশ্রী। বিভিন্ন পার্টিতে আমরা যেতাম। সেখানে তনুশ্রী প্রচুর ড্রাগ নিত। আমাকেও নিতে বলত। ও আমার শরীরের বিভিন্ন জায়গায় খারাপভাবে হাত দিত। বলিউডে অনেক সমকামী রয়েছে। তনুশ্রীও সমকামী।
এবারই সেই অভিযোগেরই জবাব দিলেন তনুশ্রী দত্ত। একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, রাখি সবন্ত একজন রূপান্তরকামী, ইন্ডাস্ট্রির অনেকেই বিষয়টি জানেন।
রাখিকে উদ্দেশ্য করে তনুশ্রী বলেন,  রাখি সবন্ত, আমি তোমার সঙ্গে কোনও ঝগড়া চাইছি না। তুমি যা খুশি তা বলতে পারো। তোমার সঙ্গে ঝগড়া করা মানে নর্দমার শূকরের সঙ্গে ঝগড়া করা।
এর আগে তনুশ্রীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় ১০ কোটি টাকার মানহানি মামলা করেন তিনি। তার পরিপ্রেক্ষিতে তনুশ্রীর বিরুদ্ধেও ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন রাখি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ