বরিশালের একটি প্রেক্ষাগৃহে আজ শুক্রবার মুক্তি পেয়েছে ‘লিডার’ ছবি। এতে অভিনয় করেছেন নায়িকা মৌসুমী ও নায়ক ওমর সানি। কিন্তু ছবিটি মুক্তি নিয়ে পরিচালক দিলশাদুল হক শিমুলের বিরুদ্ধে অভিযোগ করেন ওমর সানি। তিনি জানান, তারা দুজন ছবিটি বয়কট করেছেন।
গতকাল ফেসবুক লাইভে এসে দর্শকদের উদ্দেশ্যে ওমর সানি বলেন, ‘লিডার’ ছবি মুক্তি পেয়েছে। এটি আসলে প্রতারণা করা হয়েছে। আপনারা বলেন, বাংলা ছবির মান ভালো না, সাউন্ড ভালো না, কালার ভালো না, গানের স্টাইল ভালো না। আপনাদের সঙ্গে আমি একমত।’
তিনি আরো বলেন, ‘দেখুন, এই ছবিতে যখন আমি আর মৌসুমী অভিনয় করতে রাজি হই তখন গল্পটি ভালো লেগেছিল। একজন পরিচালক একটি ছবিকে কী কারণে ডেস্ট্রয় (নষ্ট) করতে পারেন, তার বাস্তব প্রমাণ আমার লাইফে এই প্রথম আমি পেলাম।’
ওমর সানি বলেন, ‘এই ছবিতে আমি আর মৌসুমী কোনো ডাবিং করিনি। এই ছবির ৬০ ভাগ শুটিং বাকি। এই প্রতারণা পরিচালক শিমুল কেন করল, আমি ঠিক জানি না। দর্শকদের সঙ্গে করেছে, আমাদের সঙ্গে করেছে, একটি গল্পের সঙ্গে প্রতারণা করেছে। এটা তার করার কোনো দরকার ছিল না। ছবিটা শেষ করতে পারতো। শুটিং শেষ করতে পারতো।’
এক বছর আগে পরিচালক সমিতিতে এ বিষয়ে অভিযোগ করেছিলেন বলে জানান ওমর সানি। তিনি বলেন, ‘পরিচালক ছবিটা শেষ করতে পারতেন। শুটিংয়ে অনেক নয়েজ থাকে, ডাবিংয়ে সেটা আমরা ঠিক করি। কিন্তু সেই সুযোগটুকু আমরা পেলাম না।’
দর্শকদের কাছে অভিযোগ জানিয়ে ওমর সানি বলেন, ‘আমি একজন সচেতন মানুষ, চলচ্চিত্রকর্মী, তাই আপনাদের জানাতে বাধ্য হলাম। কারণ পরে আপনারাই বলবেন ছবি ভালো হয়নি। আমি ও মৌসুমী ছবিটি বর্জন করছি।’
ওমর সানির অভিযোগের বিষয়ে জানতে চাইলে পরিচালক দিলশাদুল হক শিমুল জানান, তিনি কারো সঙ্গে প্রতারণা করেননি। সব নিয়ম মেনেই ছবি মুক্তি দেওয়া হয়েছে।
রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত ‘লিডার’ ছবিতে ফেরদৌস, মৌসুমী, ওমর সানি ছাড়া আরও অভিনয় করেছেন নিঝুম রুবিনা, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু ও সোহেল খান প্রমুখ।