জিম্বাবুয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন অন্তত ৪২ জন। শুক্রবার দেশটির পুলিশ এ কথা জানায়।
বৃহস্পতিবার দিবাগত রাতে দেশের রাজধানী হারারের ৫৫০ কিলোমিটার দক্ষিণের জেলা গাউন্দাতে এ ঘটনা ঘটে। এসময় গ্যাস ট্যাংক বিস্ফোরণ হয়ে আগুনে পুরো বাস পুড়ে যায়।
পুলিশের মুখপাত্র চারিথি চারাম্বা বলছেন, আগুনে দগ্ধ হয়ে সবাই মারা গেছেন। ঘটনার পর পরই আমরা জানতে পেরেছি ৪২ জনেরও বেশি যাত্রী মারা গেছেন।
এর আগে ৭ নভেম্বর জিম্বাবুয়ের দক্ষিণ-পূর্বাঞ্চলের রুসাপে শহরের কাছে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৪৭ জন নিহত হন।