নাগরিক নাট্য সম্প্রদায়ের ৪৫তম প্রযোজনা ‘ওপেন কাপল’ নাটকটি লন্ডনে আমন্ত্রিত হয়েছে। লন্ডন বাড়ো অব টাওয়ার হ্যামলেটস আয়োজিত সিজন অব বাংলা ড্রামা নাট্যোত্সবের সমাপনী দিবসে আগামী ২৫ নভেম্বর ‘ওপেন কাপল’ নাটকটি মঞ্চস্থ হবে।
দারিও ফো ও ফ্রাঙ্কা রামে রচিত এই নাটকটি রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন সারা যাকের। দুটি চরিত্র নিয়ে আবর্তিত হয়েছে এই নাটকের গল্প। চরিত্র দুটিতে অভিনয় করেছেন সারা যাকের ও জিয়াউল হাসান কিসলু। আলোক নির্দেশনা দিয়েছেন নাসিরুল হক খোকন এবং শব্দ প্রক্ষেপণে রয়েছেন ফখরুজ্জামান চৌধুরী।