সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেল মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ছবি ‘শনিবার বিকেল’। বুধবার ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।
তবে ছবিটি সেন্সরে কর্তন হয়েছে। একটি সংলাপে সমস্যা থাকায় সেখানে সেন্সর বোর্ড থেকে আপত্তি জানানো হয়েছে। এছাড়া সবকিছুই ঠিক আছে।
আরো পড়ুন: ১১ বছর পর একই পর্দায় অমিতাভ-ঐশ্বরিয়া
বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’ বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতে ডাবিং করা হয়েছে। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ করেছেন ছবির শুটিং।
‘শনিবার বিকেল’ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত, তিশা ও ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।