অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয় হয়েছে বিরাট কোহলির নেতৃত্বে। চলমান সেই সফরেই আবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হেরেছে তার নেতৃত্বাধীন ভারত। এ অবস্থায় বিরতির দিনে স্ত্রীর সঙ্গে তোলা ছবি টুইটারে পোস্ট করে রীতিমতো বিপাকে কোহলি। সমর্থকরা একের পর এক উপদেশ দিয়ে যাচ্ছেন তাকে।
আগামীকাল মঙ্গলবার অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ১২ জানুয়ারি প্রথম ম্যাচের পর দুদিন বিরতি পেয়ে স্ত্রী আনুশকা শর্মাকে নিয়ে ঘুরতে বের হন কোহলি। আর সেখান থেকেই একটি ছবি পোস্ট করেন টুইটারে।
কিন্তু সেটাও সমর্থকদের পছন্দ হয়নি। কারণ প্রথম ওয়ানডেতে বিরাটের রান না পাওয়া। তাই তারা ভারত অধিনায়ককে দিলেন উপদেশ বানী।
আরো পড়ুন: এবার নীরব বিক্ষোভে শ্রমিকরা, বেরিয়ে গেলেন কাজ ফেলে
সিরিজ শুরুর কিছুদিন পর থেকেই অস্ট্রেলিয়াতেই রয়েছেন আনুশকার শর্মা। ভারতের ঐতিহাসেক টেস্ট জয়ের সময়ও তিনি মাঠে ছিলেন। বিরাট কোহলি এমন স্মরণীয় মুহূর্ত স্ত্রীর সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।