• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন

সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় সিক্ত হন টাইগাররা

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

 

 

ষ্টাফ রিপোর্টার : দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের ৮৮ রানে হারিয়ে ক্রিকেট ভক্তদের অভিনন্দনে ভাসছেন টাইগাররা। ২১৮ রানেই অলআউট হয় আফগানিস্তান। ফলে দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ পেল ৮৮ রানের বড় জয়। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় করে সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় সিক্ত হন টাইগাররা।

প্রথম ম্যাচটা যদি রুদ্ধশ্বাস উত্তেজনা ছড়িয়ে থাকে, দ্বিতীয় ম্যাচটা হলো তার ১৮০ ডিগ্রি উল্টো। তবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার এই যে, দুই ম্যাচ শেষেই জয়ী দলের নাম বাংলাদেশ। এবারের জয়টা হলো ব্যাটে-বলে পুরোপুরি দাপট দেখিয়েই।

৪৫ ওভার শেষে ৯ উইকেটে ২১৮ রান করেছিল আফগানিস্তান। ৪৬ ওভারে প্রথম বল হাতে নিলেন আগের ম্যাচের নায়ক আফিফ। প্রথম বলেই কাজ শেষ করে দিয়েছেন। বোল্ড করে দিলেন ফজলহক ফারুকিকে। ২১৮ রানেই অলআউট আফগানিস্তান।

এদিকে, ইংল্যান্ডকে টপকে ওডিআই সুপার লিগের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। ১৩৬ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন লিটন দাস। সিরিজ জয় করায় ইতোমধ্যে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টাইগারদের অভিনন্দন জানিয়ে ফেসবুকে কামরান উদ্দীন রাইহান নামে এক ক্রিকেটভক্ত লিখেছেন, ‘‘আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো টাইগাররা। সেই সাথে আইসিসি ওয়ানডে সুপার লীগের পয়েন্ট টেবিলের শীর্ষে এখন বাংলাদেশ। অভিনন্দন টিম বাংলাদেশকে।’’

রিজ জয়ের খবর পোস্ট করে শাহাদাত হোসাইন সাগর লিখেছেন, ‘‘৮৮ রানের বিশাল ব্যাবধানে জিতল বাংলাদেশ। ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত। অভিনন্দন টাইগারবাহিনী।’’

তবে গঠনমূলক সমালোচনা করে আরেক ক্রিকেট ভক্ত এলআরবি রুবেল লিখেছেন, ‘‘তবুও একটা নেগেটিভ দিক আছে এই ম্যাচে। সেইটা হলো প্রায় ১৫০ এর মত ডট বল। এই ডট বল খেলার প্রবনতা কমাতে হবে। সিঙ্গেল ও ডাবলে মনোযোগ দিতে হবে।’’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ