• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত বাংলাদেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল দেখে না গাজায় গণকবর থেকে প্রায় ৪০০ মরদেহ উদ্ধার দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষে দুজনের মৃত্যু রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করে না, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষো হংকং, সিঙ্গাপুরের পর ইইউতে ভারতীয় ৫২৭ পণ্যে মিলেছে ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক থাইল্যান্ডকে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে প্রস্তাব, হতে পারে বাণিজ্য চুক্তি: প্রধানমন্ত্রী বন্যা-ভূমিধস তানজানিয়ায় নিহত অন্তত ১৫৫, আহত দুই শতাধিক ভর্তুকি কমিয়ে বিদ্যুৎ-গ্যাস-সারের দাম বাড়ানোর সুপারিশ আইএমএফ’র

ঢাকা বার নির্বাচনে ১৭ পদে আওয়ামী লীগের জয়

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

ষ্টাফ রিপোর্টার : ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরী কমিটি গঠনের নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। ২৩ টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৭ টি পদে জয় পেয়েছে সাদা প্যানেল। অপরদিকে দুটি সম্পাদকীয়সহ মাত্র ৬ টি পদে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল জয় পেয়েছে।শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার কিছু পরে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ঢাকা মহানগর দায়রা জজ আব্দুল্লাহ আবু ফলাফল ঘোষণা করেন।
আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের বিজয়ীরা হলেন- সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মো. ফিরোজুর রহমান (মন্টু), সিনিয়র সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি এ কে এম শফিকুল ইসলাম (স্বপন), ট্রেজারা মোহাম্মদ নূর হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো.ইমানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ সিদ্দিক (টিপু), সাংস্কৃতিক সম্পাদক তাসলিমা ইয়াসমিন (দিপা), অফিস সম্পাদক মোহাম্মদ আরকান মিয়া ও ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান খান (মনির)।
সাদা প্যানেলের বিজয়ী সদস্যরা হলেন- ইমতিয়াজ মাহমুদ (প্রিন্স), আবু সুফিয়ান, গোলাম ইমাম হোসেন, মো. রাকিবুল ইসলাম (রাকিব), সামিউল ইসলাম (প্রিন্স), মো. আবুল বাশার ও মো. জাহাঙ্গীর আলম (জাহিদ)।
নীল প্যানেলের সম্পাদকীয় পদে বিজয়ী দুইজন হলেন- লাইব্রেরি সম্পাদক রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক মোশারফ হোসেন মোল্লা।
নীল প্যানেলের বিজয়ী সদস্যরা হলেন- ফয়সাল কবির (সৌরভ), ফরিদুল হাসান (তুষার), মোজাহিদুল ইসলাম ও মশিউর রহমান (মানিক)।
এরআগে বুধ ও বৃহস্পতিবার দুই দিন সকাল ৯ টা থেকে শুরু হয়ে মাঝে এক ঘন্টা বিরতি দিয়ে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৯ হাজার ৮৪৭ জন আইনজীবী ভোটারের মধ্যে ১১ হাজার ২৮৫ জন ভোট প্রদান করেন। শুক্রবার সন্ধ্যার পর ভোট গণনা শুরু হয়।
উল্লেখ্য, ২০২১-২২ মেয়াদে কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সভাপতি পদসহ ১৫ জন জয়ী হয়েছিল। আর সাধারণ সম্পাদকসহ ৮ পদে জয়লাভ করেছিল বিএনপি সমর্থিত নীল প্যানেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ