• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:০৩ অপরাহ্ন

 আমরা কর্মোপযোগী শিক্ষাব্যবস্থা তৈরি করতে চাই: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষেত্রে অবিশ্বাস্য রকমের উন্নয়ন করেছেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের জন্য আমরা কর্মোপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চাই। যাতে শিক্ষার্থীরা বেকারত্ব গুছিয়ে সুনাগরিক ও বিশ্ব নাগরিক হতে পারে।
মঙ্গলবার (১ মার্চ) সকালে নেত্রকোনার চল্লিশায় হেনা ইসলাম ডিগ্রী কলেজের উন্নয়ন কাজ পরিদর্শনকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার আছে বলেই দেশের এতো উন্নয়ন সম্ভব হচ্ছে। আমাদের ভাষার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন সবকিছুই এসেছে আওয়ামী লীগের হাত ধরে এবং আওয়ামী লীগের হাত ধরেই আমরা স্বপ্নের সোনার বাংলায় পৌঁছে যাবো।
কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ