প্যারিস: লিওনেল মেসিকে তার মাইনে কমাতে বলল পিএসজি। শোনা যাচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে এই প্রস্তাব দিয়েছে তারা। বিশ্বস্ত সূত্রের খবর মেসির বাবা যিনি তার এজেন্ট তিনি নাকি তিন চার দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সেরকম হলে মেসির বার্সেলোনায় ফিরে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মেসি যতই বিশ্বকাপজয়ী হন না কেন, একজন ৩৬ বছর বয়সী খেলোয়াড়কে কোনোভাবেই আকাশচুম্বী বেতন দিতে চায় না পিএসজি। এমবাপ্পের সমান তো নয়-ই। মেসিও পিএসজিকে নিজের চাওয়ার বিষয়টি জানিয়েছেন, কিন্তু সেগুলোকে বড্ড বাড়াবাড়িই মনে হচ্ছে পিএসজির কাছে। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর পিএসজি নিজেদের পরিকল্পনা নতুন করে বিশ্লেষণ করছে।
এর ওপর উয়েফার আর্থিক সংগতি নীতির খড়্গ তো আছেই। মেসির বেতন আরও বাড়িয়ে উয়েফার রক্তচক্ষুর শিকার হতে চায় না পিএসজি। গত মৌসুমে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার গুঞ্জন ওঠার পর পিএসজি ফরাসি তারকার বেতন বাড়িয়েছে অনেকটাই। খবরে তো বেরিয়েছে, পিএসজি নাকি এমবাপ্পেকে রাখার জন্য রীতিমতো ‘ব্ল্যাঙ্ক চেক’ দিয়ে দিয়েছিল।
অনেক বিষয়েই নাকি পিএসজির সঙ্গে মতে মিলছে না মেসির। তাঁর কিছু ব্যাপারে আপত্তি আছে, আছে নানা শর্তও। আপত্তি দলের পরিকল্পনা নিয়ে। সব পরিকল্পনার কেন্দ্রবিন্দু এমবাপ্পে হওয়ায় মেসি খানিকটা বিরক্তই। পরিকল্পনায় নিজের অংশীদারত্ব আরও বাড়াতে চান। মোটকথা, মাঠে তিনি রাজা হয়েই থাকতে চান, যেমনটা ছিলেন বার্সেলোনায়, যেমনটা থাকেন আর্জেন্টিনার জার্সিতে।
বিশেষ করে দেশকে বিশ্বকাপ জেতানোর পর মেসি যে এমনটা চাইবেন, সেটা তো খুবই স্বাভাবিক। বেতনও তিনি চান এমবাপ্পের সমান। তবে দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, পিএসজি মেসিকে রাখার জন্য যে টাকার অঙ্ক প্রস্তাব করবে, সেটি কোনোভাবেই কিলিয়ান এমবাপ্পের সমান হবে না। এদিকে মেসিকে পেতে সব সময় তৈরি বার্সিলোনা। তারা জানিয়ে দিয়েছে মেসি ফিরে এলে আবার ইউরোপ সেরা হতে পারে তারা।