১২ রানের মাথায় আইরিশ শিবিরে হাসান মাহমুদের আঘাত
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় দুপুর আড়াইটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি। টসে হেরে ফিল্ডিংয়ে নেমেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের ১২ রানের মাথায় আইরিশ শিবিরে আঘাত হানেন হাসান মাহমুদ।
এদিন ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে স্টিফেন ডোহানিকে ফেরান হাসান। এর মাধ্যমে ভাঙে ওপেনিং জুটি।