• রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন

পপির জন্য অপেক্ষায় নির্মাতা…

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

​​​​​জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি ঠিক কোথায় আছেন, কী করছেন, না করছেন তার যথাযথ খবর কেউ দিতে পারছে না। তবে যা শোনা যায় তা হলো তিনি বিয়ে করেছেন, তার সন্তান হয়েছে। এই খবরের সত্যতাও কেউ দিতে পারছে না। তবে যেখানেই আছেন তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন-চলচ্চিত্রের মানুষজন তাই কামনা করছেন। কোনো খবরে নেই পপি, কিন্তু তারপরও কেউ কেউ এখনো পপির ফেরার অপেক্ষায় প্রহর গুণছেন। সিলেটের ব্যবসায়ী রূপক কিরণ তালুকদার ২০১৯ সালে পপির সঙ্গে পপির জন্মদিনে দেখা করেছিলেন রাজধানীর নিউ ইস্কাটনের বাসায়।

সেই সময় পপির সঙ্গে একটি জীবন মুখী গল্প নিয়ে সিরিয়াসলি আলাপ করেছিলেন রূপক। পপি গল্প শুনে সিনেমাটিতে কাজ করার জন্য ভীষণ আগ্রহ প্রকাশ করেছিলেন। পপির কাছ থেকে আস্ব^স্ত হয়ে তারই ঘনিষ্ট বন্ধু নির্মাতা তারিকুল ইসলামকে দিয়ে সিনেমাটি নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন। একজন জনপ্রিয় কাহিনীকারকে দিয়ে সিনেমাটির গল্প রচনার কাজও শেষ করিয়েছেন রূপক। সিনেমাটি নির্মাণের সব ধরনের প্রস্তুতি শেষ। কিন্তু পরিচালক এবং প্রযোজক পপির অপেক্ষাতেই প্রহর গুণছেন। এর কারণও ব্যাখ্যা করেছেন নির্মাতা তারিকুল ইসলাম।

তারিকুল ইসলাম বলেন, রূপক কিরণ তালুকদারের সঙ্গে আমার সিনেমাটি নির্মাণ নিয়ে কথা হয়েছে অনেক আগেই। তিনি আমার সঙ্গে এরইমধ্যে বেশ কয়েকবার সিনেমাটি নির্মাণ নিয়ে কথাও বলেছেন। কিন্তু পপির হঠাৎ আড়ালে চলে যাওয়ায় আমরা আপাতত সিনেমাটি নির্মাণ বন্ধ রেখেছি। যেহেতু রূপক দাদা সিনেমাটি নির্মাণের জন্য প্রবল আগ্রহ প্রকাশ করেছেন। তাই আমরা পপির জন্যই অপেক্ষা করছি। তবে এই অপেক্ষা সত্যিকার অর্থে কতদিনের তা আমার আসলে জানা নেই। আমরা বহুবার পপির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু ফলাফল শূন্য।

তবে সিনেমার নাম যেহেতু ‘তোমার হাসিতে বধূ, জানিনা কী আছে যাদুু ’, তাই সিনেমাটি পপিকে নিয়েই নির্মাণ করারই ইচ্ছে। সিনেমার নামের সঙ্গে পপির হাসিই সামঞ্জস্য। এখন তার অপেক্ষাতেই আছি আমরা। এদিকে সাদেক সিদ্দিকী বেশ কয়েকবার পপি অভিনীত আপাতত সবশেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’র মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়ে যাচ্ছেন বারবার। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে নায়িকা হিসেবে পপির অভিষেক হয়। ‘কারাগার’,‘মেঘের কোলে রোদ’ ও ‘গঙ্গাযাত্রা’ সিনেমায় অভিনয়ের জন্য পপি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ