জীবনের প্রথম চাকরিতে যোগ দিয়েছেন সংগীত তারকা আসিফ আকবর। ‘হ্যালো সুপারস্টারস’ নামের একটি অ্যাপের কান্ট্রি হেড পদে নিযুক্ত হয়েছেন তিনি। খবরটি প্রকাশ করেন গায়ক আসিফ ।
চাকরি জীবনে আসিফের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে একটি অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো এবং রাজি করানো। সেই কাজে পাস করেছেন তিনি। শুক্রবার (৩১ মার্চ) আনন্দচিত্তে বিষয়টি সোশাল হ্যান্ডেলে জানিয়েছেন আসিফ।
‘হ্যালো সুপারস্টারস’ অ্যাপের উদ্বোধন হবে আগামী ৩০ এপ্রিল, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। সেখানকার চেরাস স্টেডিয়ামে বিশাল আয়োজনে অ্যাপটি উন্মুক্ত করা হবে। আর ওই আয়োজনেই বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন রুনা লায়লা।
আসিফ বললেন, ‘বাংলাদেশি কান্ট্রি হেড হিসেবে চাকরিতে যোগদানের পরে বুঝে গেছি আমি উত্তাল সমুদ্রাভিযানে নেমেছি। চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, ‘হ্যালো সুপারস্টারস’-এ সংযুক্ত থেকে দেশের জন্য কিছু করা যাবে। অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে যত বেশি সম্ভব দেশীয় তারকা চেরাস স্টেডিয়ামে অংশ নিন, এটাই আমরা চাই। আমার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল শ্রদ্ধেয় রুনা লায়লা আপাকে বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য রাজি করা।”
প্রস্তাব দিতে গিয়ে রুনা লায়লার স্নেহ-ভালোবাসায় ধন্য হয়েছেন আসিফ। সে কথা জানালেন এভাবে, “রুনা আপার সঙ্গে গাওয়ার সুযোগ পেয়েছি, কথা বলতে পারছি, উনি আমাকে স্নেহ করেন- এগুলো সব আমার কাছে স্বপ্নের মতো। না মিশলে বুঝতেই পারতাম না রুনা আপার ভেতরে একটা কোমল শিশু বসবাস করে। বাইরের শক্ত আবরণটা আসলে আমাদের শ্রদ্ধায় তৈরি। বাংলাদেশের যোগ্যতম প্রতিনিধি দ্য রুনা লায়লা ‘হ্যালো সুপারস্টারস’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে এক্সক্লুসিভ গেস্ট হিসেবে থাকার সম্মতি দিয়েছেন।”
আসিফ জানান, এই অনুষ্ঠানে অংশ নিতে টাকা দিয়ে কোনও টিকিট কিনতে হবে না। কেবল তাদের অ্যাপে রেজিস্ট্রেশন করলেই এটি উপভোগ করা যাবে। অনুষ্ঠানটির আয়োজনে থাকছে জোজো ইভেন্টস ও ভার্সাটিলো গ্রুপ।
জানা গেছে, এই অ্যাপ তারকা ও ভক্তদের মধ্যকার যোগাযোগ তৈরিতে কাজ করবে। তারকারা এখানে অ্যাকাউন্টের মাধ্যমে নিজেদের খবরাখবর জানাবেন আর ভক্তরা নিজ পছন্দের তারকার নিত্যনতুন খবর পাবেন। কেবল বিনোদন জগতেরই নয়, বিভিন্ন ক্ষেত্রেই যারা জনপ্রিয়তা অর্জন করে তারকা হয়েছেন, তাদের সবাইকে এই এক প্ল্যাটফর্মে পাবেন সাধারণ ভক্তরা।