অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে একটি বাংলা ছবির প্রযোজনা সংস্থার তরফে নাকি হেনস্থা করা হয়েছে।
রোববার থেকেই টলিপাড়ার অন্দরে কানাঘুষো চলছিলো। ছবির নাম ‘শিবপুর’। পরিচালক অরিন্দম ভট্টাচার্য। ছবির অন্যতম প্রযোজকের বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ, তাকে নাকি হুমকি দেয়া হচ্ছে। শুধু তা-ই নয়, বলা হয়েছে, অভিনেত্রীর ছবি বিকৃত করে ছড়িয়ে দেয়া হবে! সূত্রের খবর, স্বস্তিকা ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অন্য দিকে ইম্পা-র (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন) সূত্রের খবর, অভিনেত্রী বিষয়টি সংগঠনের নজরে এনেছেন, অভিযোগ জানিয়েছেন।
গত বছর জুলাই মাসে এই ছবির শুটিং হয়। আগামী ৫ মে ছবি মুক্তির দিনও ধার্য হয়েছে। ইন্দো- আমেরিকানার ব্যানারে এই ছবির দুই প্রযোজক অজন্তা সিংহ রায় এবং সন্দীপ সরকার। ঠিক কী সমস্যা হয়েছে, তা জানার জন্য আনন্দবাজার অনলাইন থেকে ছবির পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।
এই মুহূর্তে অরিন্দম দিল্লিতে রয়েছেন। সেখান থেকেই বললেন, ‘‘বিষয়টা শুনেছি। যে কোনও কাজে সৃজনশীল মতবিরোধ হতেই পারে। এ ক্ষেত্রেও তাই হয়েছে। বাইরে থেকে আমার কোনও মন্তব্য করা উচিত নয়।’’
টলিপাড়ার একটি সূত্রের দাবি, প্রযোজক নির্দোষ। বরং পরিচালকের ‘প্ররোচনা’তেই স্বস্তিকা নাকি অভিযোগ জানিয়েছন। এই প্রসঙ্গে অরিন্দমের সাফ বক্তব্য, ‘‘পুরোটাই মিথ্যে কথা। কোনও রকম নেতিবাচক প্রচারে আমি বিশ্বাসী নই।’’ আর স্বস্তিকার মতো অভিনেত্রীকে আমি প্ররোচনা দেব! এক জন অভিনেত্রী শুধু শুধু কি এরকম অভিযোগ করলেন?’’
প্রযোজনা সংস্থার তরফে অজন্তার সঙ্গে যোগাযোগ করা হলে, সংস্থার মুখপাত্র আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘অভিযোগ সত্যি, না কি মিথ্যে, তা নিয়ে এখনই মুখ খুলতে চাইছি না। আপাতত বলতে পারি, আমাদের কাছে যাবতীয় তথ্য প্রমাণ রয়েছে। আইনজীবীর পরামর্শ মতোই আমরা পদক্ষেপ নেব।’’ প্রযোজনা সংস্থার তরফের আইনজীবী শৌভিক বসু ঠাকুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘সংবাদমাধ্যমের মাধ্যমেই বিষয়টা জানতে পেরেছি। আমার মক্কেল এ রকম কিছুই করেননি। প্রয়োজনে আমরা অভিনেত্রীর সঙ্গে কথা বলব। যদি কেউ কিছু করে থাকেন, তা হলে আমার মক্কেল সেটা সমর্থন করেন না। আমরা অভিনেত্রীর পাশে রয়েছি।’’
আশির দশকের হাওড়া শিবপুর অঞ্চলের বাস্তব ঘটনার প্রেক্ষাপটে তৈরি থ্রিলার ‘শিবপুর’। স্বস্তিকা ছাড়াও ছবিতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, মমতা শঙ্কর, সুস্মিতা চট্টোপাধ্যায় প্রমুখ। অরিন্দম বললেন, ‘‘একে অপরের নামে কাদা ছিটিয়ে কোনও লাভ নেই। যাবতীয় বিতর্ক ভুলে ছবিটা যাতে নির্ধারিত দিনে মুক্তি পায় সেটাই চাইছি।’’
এ বিষয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেছিল আনন্দবাজার অনলাইন। কিন্তু এই প্রতিবেদন প্রকাশ পাওয়া পর্যন্ত কোনও ফোন বা মেসেজের উত্তর মেলেনি।