লিওনেল মেসির সঙ্গে চুক্তি বর্ধন করতে চায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্যারিসের ক্লাবটিতে থাকতে হলে অবশ্য বেতন কমাতে হবে আর্জেন্টাইন সুপারস্টারকে। তবে পিএসজির শর্ত মানতে নারাজ মেসি। এরই মধ্যে বোমা ফাটালো ফ্রান্সের শীর্ষস্থানীয় পত্রিকা লেকিপ। সংবাদমাধ্যমটির দাবি, নতুন মৌসুমে পিএসজিতে দেখা যাবে না মেসিকে।
আগামী ৩০শে জুন লিওনেল মেসির সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে পিএসজির। তার আগেই মেসিকে নতুন প্রস্তাব দেয়ার পরিকল্পনার কথা জানা লা প্যারিসিয়ানরা। ইউরোপিয়ান গণমাধ্যমগুলো জানায়, মেসিও পিএসজিতে থাকার আগ্রহ প্রকাশ করেন। দুই পক্ষের আগ্রহে আলোচনা টেবিলে গড়ালেও বাধ সাধে অন্য বিষয়। মূলত ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র সীমাবদ্ধতায় পড়েছে পিএসজি। যে কারণে মেসির সঙ্গে নতুন চুক্তি করতে তার বেতন কমাতে চায় লা প্যারিসিয়ানরা।
ইউরোপিয়ান গণমাধ্যমের খবর, বেতন কমিয়ে পিএসজিতে থিতু হবেন না মেসি। নানা গুঞ্জনের মধ্যে ‘মেসি-পিএসজি, দ্য ডিভোর্স ইজ কামিং’ শিরোনামে খবর প্রকাশ করেছে ফরাসি গণমাধ্যম লেকিপ। লেকিপের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়, ‘নতুন মৌসুমে পিএসজিতে মেসির দুঃসাহসিক মিশন চলবে না। একটাই দরজা খোলা আছে। তাকে বেতন কমাতে রাজি হতে হবে।’
পিএসজি মুখ ফিরিয়ে নিলেও অবশ্য ঠিকানার অভাব হবে না বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসির। নিজেদের ইতিহাসের সেরা তারকাকে ফেরাতে মুখিয়ে আছে বার্সেলোনা। অ্যারাবিয়ান ক্লাব আল হিলাল টাকার বস্তা নিয়ে ছুটছে আর্জেন্টাইন সুপারস্টারের পেছনে। এমএলএস ক্লাব ইন্টার মিয়ামিও রয়েছে প্রতিযোগিতায়।