• শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

গোল করেই চলেছেন রোনালদো,আল নাসেরের বড় জয়

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

জাতীয় দল কিংবা ক্লাব ফুটবল- সব জায়গাতেই ক্রিশ্চিয়ানো রোনালদোর সময়টা কাটছে দুর্দান্ত। ইউরো বাছাই বলবে পর্তুগালের হয়ে টানা দুই ম্যাচে জোড়া গোল করা সিআর সেভেন ক্লাবের হয়ে মাঠে নেমেও আলো ছড়ালেন।

মঙ্গলবার রাতে সউদী প্রো লীগে আল আদাহর বিপক্ষে আল নাসরের ৫-০ গোলের জয়ে রোনালদো গোল করেছেন দুটি। রোনালদোর পাশাপাশি তালিসকাও করেছেন জোড়া গোল।

সব মিলিয়ে সর্বশেষ তিন ম্যাচে রোনালদো করলেন ৬ গোল। লিখটেস্টেইনের বিপক্ষে দুই গোল করার পর, লুক্সেবার্গের বিপক্ষেও রোনালদো বল জালে জড়িয়েছিলেন দুইবার।

প্রিন্স আবদুল্লাহ বিন জালাভি স্টেডিয়ামে ৩৮ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল ম্যাচ। এরপর পেনাল্টি পায় আল নাসর। সেখান থেকে দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন পর্তুগিজ তারকা রোনালদো। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আল নাসরম্যাচের ৫৫ মিনিটে নাসরের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন তালিস্কা। তালিস্কার অ্যাসিস্টে রোনালদো ৬৬ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন। এ নিয়ে সৌদি প্রো লিগে ৯ ম্যাচে ১১ গোল করলেন পর্তুগিজ তারকা। বাকি সময়টাতে আরো দুইবার কর্তৃপক্ষের জালে বল পাঠায় আল নাসেরের খেলোয়াড়েরা।

বড় জয়ের পরও অবশ্য পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকতে হচ্ছে আল নাসরকে। শীর্ষে থাকা আল ইতিহাদের পয়েন্ট ৫৩, আল নাসরের ৫২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ