নাটোরের সিংড়ায় কলেজছাত্রীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড এবং ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়।
বুধবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুল রহিম এ রায় দেন।
রায় ঘোষণার সময় ১১ আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পিপি অ্যাড.আনিসুল রহমান।