• মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন

টাইগারদের বড় লিড এনে দিয়ে বিদায় মুশফিকের

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

ক্যারিয়ারের ১০ম টেস্ট সেঞ্চুরি পূরণ করে সাজঘরে ফিরলেন মুশফিকুর রহিম। আইরিশ অফস্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনকে তুলে মারতে গিয়ে লংঅনে ক্যাচ হলেন মুশফিক। এতে ১২৬ রানে থামেন মুশফিক।

১৬৬ বলে গড়া মুশফিকের ১২৬ রানের চোখ ধাঁধানো ইনিংসটিতে ছিল ১৫ বাউন্ডারি আর ১টি ছক্কার মার। তিনটি জুটিতে নেতৃত্ব দিয়েছেন তিনি। সাকিবের সঙ্গে ১৫৯, লিটনের সঙ্গে ৮৭ আর মেহেদি হাসান মিরাজের সঙ্গে ৪৫ রান যোগ করেন মিস্টার ডিপেন্ডেবল। তাদের জুটিতেই ভর করে বাংলাদেশ শতরানের লিড পেরিয়েছে।

এদিন সকালে মুমিনুল হকের বিদায়ের পর থেকেই ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেন সাকিব আল হাসান। সেঞ্চুরির আশা জাগালেও শেষ পর্যন্ত ৮৭ রানে কাটা পড়েন তারকা এই ক্রিকেটার। এছাড়াও লিটন আউট হন ৪৩ রান করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৪৮ রান। ফলে ১৩৪ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ