রাজধানীর বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। আগুনে পোড়া জামা-কাপড় সংগ্রহ করে তা কেনার আহ্বান জানিয়েছেন ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে।
তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে বঙ্গবাজারের একটি পোড়া জিন্স প্যান্ট কিনেছেন জনপ্রিয় ফুড ভ্লগার রাফসান ‘দ্যা ছোট ভাই’। যার দাম রাখা হয়েছে এক লাখ টাকা।
বুধবার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিদ্যানন্দ।
ফেসবুকে সংস্থাটি লিখেছে, একটু আগে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য জিন্স প্যান্টটা কিনে নিয়েছেন রাফসান দ্যা ছোট ভাই।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় পৃথক এক পোস্টে বিদ্যানন্দ লিখেছে, ‘আগুনে দাগ লেগে যাওয়া একটা কাপড় কি আপনার ঈদের বাজেট থেকে কিনতে চাইবেন? একটু দাগ না হয় থাকছে কাপড়ে, কিন্তু একটা সংসারের কষ্টের দাগ তো মুছবে! বিদ্যানন্দ বিক্রয়ের অনুপযোগী কিন্তু পরার উপযোগী কাপড়গুলো কিনে নিতে চায় বিনামূল্যে বিতরণের জন্য। পরিবেশগত কারণে এগুলোর ব্যবহার নিশ্চিত চাই।
পরে আরেকটি পোস্টে বিদ্যানন্দ জানিয়েছে, লাখ টাকায় পোড়া কাপড় কিনতে চেয়েছেন এক শুভাকাঙ্ক্ষী। দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা কল দিচ্ছেন পোড়া কাপড় কিনতে। বিদেশ থেকে প্রবাসীরাও ঈদের পোশাকে। রাখতে চান ঝলসে যাওয়া একটা কাপড়। উপহাসের জন্য হয়তো পরতে পারব না বেশিদিন, তবে আলমিরাতে অনেক যত্ন করে রেখে দিব স্মৃতি হিসেবে।