আয়ারল্যান্ড সকালটা শুরু করল খাদের কিনারে দাঁড়িয়ে। হ্যারি টেক্টর ও পিটার মুর মিলে দলকে পথে ফেরানোর চেষ্টায় নামলেন। প্রতিরোধ গড়তেও সমর্থ হলেন তারা। তবে মুরকে ফিরিয়ে স্বাগতিক দলকে দিনের প্রথম সাফল্যটা এনে দিলেন পেসার শরীফুল ইসলাম। একই সঙ্গে ফের চাপে পড়ল সফরকারীরা।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। আইরিশরা এখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। এই প্রতিবেদন লেখার সময় দলটির স্কোর ৩৬ ওভারে ৫৮/৫। টেক্টর ২৫ ও লকরান টাকার ৭ রান নিয়ে ব্যাট করছেন।
প্রথম ইনিংসে আইরিশদের ২১৪ রানের জবাবে বাংলাদেশ করে ৩৬৯ রান।
দলীয় ৫১ রানে পঞ্চম উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। উইকেটের পেছনে ক্যাচ হওয়া মুর ৭৮ বলে ৩ চারে ১৬ রান করেন। পঞ্চম উইকেটে টেক্টরের সঙ্গে ১৫৪ বলে ৩৮ রানের জুটি উপহার দেন তিনি। যা আইরিশদের সেই সময় ঘুরে দাঁড়াতে কিছুটা হলেও সাহস সঞ্চার করছিল। যদিও এখন ফের চাপে তারা।