• মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন

লিড নিল আয়ারল্যান্ড

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

মিরপুর টেস্টে বাংলাদেশকে আবার ব্যাট করতে নামতেই হচ্ছে। কারণ শুরুর শঙ্কা কাটিয়ে দ্বিতীয় ইনিংসে লিড নিয়েছে আয়ারল্যান্ড।

তাইজুল ইসলামের করা ৬৭তম ওভারের প্রথম বলে ডাউন দ্য উইকেটে এসে মিড অন দিয়ে বাউন্ডারি মারেন লোরকান টাকার, তাতেই দলীয় সংগ্রহ পৌঁছে যায় ১৫৬ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৬৯ রান তাতেই পেছনে ফেলে আইরিশরা।

দ্বিতীয় দিনের খেলার শেষবেলায় ২৭ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল আয়ারল্যান্ড। তৃতীয় দিনে তাদের চোখ রাঙাচ্ছিল ইনিংস হারের দুঃস্বপ্ন।

তবে হ্যারি টেক্টর আর লোরকান টাকারের ব্যাটে প্রতিরোধ গড়ে তুলে স্বাগতিকদের হতাশা বাড়িয়ে তোলে আয়ারল্যান্ড। ১৪৫ বলে ৭২ রানের জুটি গড়েন দুজনে মিলে। টেক্টর ৫৬ রান করে তাইজুলের বলে সুইপ খেলতে গিয়ে আউট হলেও টাকার এখনও অপরাজিত।

এই রিপোর্ট লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের রান ৭০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান, লিড ৩১ রানের। টাকারের রান ৮১, অন্যপ্রান্তে ম্যাকব্রাইন খেলছেন ২২ রানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ