মেয়েদের ‘ফিনালেসিমায়’ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। প্রথমবারের মতো আয়োজিত মেয়েদের ‘ফিনালেসিমা’য় টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়েছে তারা। বৃহস্পতিবার রাতে ওয়েম্বলিতে নির্ধারিত সময়ে ১-১ সমতায় ছিল ম্যাচটি। পরে টাইব্রেকারে ইংল্যান্ডের জয়সূচক কিকটি নেন ক্লো কেলি। জার্মানিকে হারিয়ে তার গোলেই গত বছর ইউরো জিতেছিল ইংল্যান্ড।
মেয়েদের ‘ফিনালেসিমা’ সফল হয়েছে দর্শক উপস্থিতির কারণে। ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল দেখতে হাজির ছিলেন ৮৩ হাজারের বেশি দর্শক। প্রথমার্ধের ২৩ মিনিটেই ইংল্যান্ডকে এগিয়ে দেন এলা টুনি। ম্যাচের শেষ দিকে যোগ করা সময়ে ইংল্যান্ড গোলরক্ষক মেরি আর্পসকে পরাস্ত করে ৯৩ মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান আন্দ্রেসা আলভেজ।
তবে টাইব্রেকারে আর্পসের একটি সেভই ইংল্যান্ডকে জয়ে সাহায্য করেছে। দুই দলের প্রথম শটে গোল হয়। দ্বিতীয়টি দুই গোলরক্ষক ঠেকিয়ে দেন। এর পর তৃতীয়টিতে ইংল্যান্ড গোল পেলেও মিস করে ব্রাজিলের অধিনায়ক রাফায়েলে সুজা। এর পর চতুর্থ শটটিতে গোল করে ইংল্যান্ডের শিরোপা নিশ্চিত করেন কেলি। ফিনালেসিমা জয়ের মাধ্যমে টানা ৩০ ম্যাচে অপরাজিত আছে ইংল্যান্ডের মেয়েরা।