• বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:১১ অপরাহ্ন

আদালতে কড়া নিরাপত্তায় জেএমবি সদস্যের হাজিরা : বরিশাল

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে থাকা মোঃ আতিকুর রহমান নামে এক জে এমবি সদস্য আদালতে হাজিরা দিয়েছেন।

রবিবার সকালে প্রিজন ভ্যানসহ সশস্ত্র পুলিশদল তাকে আদালতে নিয়ে যায়। সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল আদালতে হাজিরা শেষে তাকে আবারও বরিশাল কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তারা। নিরাপত্তার দিক বিবেচনা করে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ এ ব্যবস্থা গ্রহন করেছেন।

জানা গেছে, আটককৃত জে এমবি সদস্য মো. আতিকুর রহমানের বাড়ি বরগুনায়। তার নামে ২০১০ সালে বরিশাল কোতয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। দীর্ঘদিন ধরে তিনি বরিশালে কারাবন্দি আছেন।

এ সম্পর্কে জানতে চাইলে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রত্না রায় বলেন, আমরা সর্বোচ্চ নিরাপত্তা ও প্রশাসন নিয়ে তার হাজিরার ব্যবস্থা করেছি। আশা করি কোথাও কোনো সমস্যা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ