উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পাকিস্তানি গোয়েন্দা শাখার গোপন নথি অবলম্বনে প্রথম ডকু-ফিকশন ‘ফাইল নম্বর ৬০৬’।
আগামী বুধবার (১১ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে প্রদর্শনী হবে এই ডকু-ফিকশনের। প্রদর্শনী উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
প্রেক্ষাপট: ১৯৪৮ সাল, মার্চ মাস। সদ্য জন্ম নেওয়া রাষ্ট্রের ভাষা নিয়ে তুমুল আলোচনা চলছে। শেখ মুজিবুর রহমানের বয়স তখন মাত্র ২৮ বছর। আলোচনার অংশ হিসেবে তাঁর ওপর কড়া নজর রাখতে শুরু করে পাকিস্তানি গোয়েন্দারা। পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ প্রতিদিন প্রতিমুহূর্ত তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে থাকে এবং তা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো রুটিন ওয়ার্ক হয়ে যায়। গোয়েন্দা বিভাগ এ সংক্রান্ত রিপোর্টগুলো নিয়ে শেখ মুজিবুর রহমানের নামে ১৯৪৮ সালে একটা ব্যক্তিগত ফাইল খোলে এবং তাতে সকল তথ্য সংরক্ষণ করা শুরু করে। যা ব্যক্তিগত ফাইল বা পিএফ নামে পরিচিত।
সেই ফাইলগুলো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সিক্রেট ডকুমেন্ট অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শিরোনামে চৌদ্দ খণ্ডের বই সম্পাদনা করেন। মাত্র আঠাশ বছরের এক তরুণ ছাত্রনেতা শেখ মুজিবুর রহমানের নামে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কোন প্রেক্ষাপটে পার্সোনাল ফাইল ওপেন করতে হলো, সেই সময়ের বাস্তবতা তুলে ধরেই ‘সিক্রেট ডকুমেন্ট অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’-এর ওপর বাংলাদেশে সর্বপ্রথম নির্মাণ হলো কোনো ডকু-ফিকশন ‘ফাইল নম্বর ৬০৬’।
অভিনয় করেছেন আমিনুর রহমান বাচ্চু, মনজুর আলম, হারুনুর রশিদ, জুনায়েদ হালিম, ফজলুল হক, জামী রাহী এবং আজিজুর রহমান সুজন, জুনায়েদ হালিম, মেহমুদ সিদ্দিকী, ফজলুল হক প্রমুখ। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শেখ তাজুল ইসলাম তুহিন, উপদেষ্টা ও সিনেমাটোগ্রাফার রাকিবুল হাসান। ডকু-ফিকশনটির নির্বাহী প্রযোজক অপরাজিতা সংগীতা। প্রযোজনা করেছে নক্ষত্র।