• সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

প্রকাশ্যে ভালোবাসার কথা জানালেন অভিনেত্রী।

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। বেড়েই চলছে তার ফলোয়ার্স সংখ্যা। ছবি দিলেই সব কাজ ফেলে যেন ভক্তদের সব আকর্ষণ তার দিকে।

কিছু দিন আগেই শোনা গিয়েছিল ঋতাভরী তার মানসিক চিকিৎসক বন্ধুকে মন দিয়েছেন। সামাজিক মাধ্যমে তাদের কিছু ছবিও দেখা গিয়েছিল। এরই মাঝে প্রকাশ্যে ভালোবাসার কথা জানালেন অভিনেত্রী।

বৃহস্পতিবার সকালে নিজের সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। তার বন্ধু রাহুল দাশগুপ্তর জন্মদিন। তাকেই শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।

লিখলেন, ‘ধন্যবাদ এই পৃথিবীতে এসে, এটিকে সুন্দর বানানোর জন্য। ধন্যবাদ, যখন প্রয়োজন ছিল তখন আমাকে হাসানোর জন্য। ধন্যবাদ, সবসময় আমার পাশে দাঁড়ানোর জন্য। জীবনের শেষ পথে তোমার সঙ্গে হাঁটতে চাই। তোমাকে পাশে রেখেই মরতে চাই।’

বন্ধুর সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন ঋতাভরী। কখনও শাড়িতে কখনও আবার ওয়েস্টার্ন পোশাকে তাকে যথারীতি মোহময়ী লাগছে। প্রত্যেকটি ছবিতে লক্ষণীয় বন্ধু রাহুল দাশগুপ্তর ছবি। নেটিজেনরা অভিনেত্রীর বন্ধুকে শুভেচ্ছা জানাচ্ছেন, কিন্তু আসলে নজর রয়েছে ঋতাভরীর উপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ