• সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

তোমরাই আমার মনের মানুষ, গানের মানুষ : জেমস

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

জেমস মানেই কবিতার মধ্যে সুরের তরঙ্গ, তারপর গান হয়ে সে চলে যায় হৃদয়ে, আলোড়ন; স্পন্দন। আশির দশকের শেষভাগ থেকে জেমস যখন সেলুলয়েডে এলেন ফিলিংসের ‘স্টেশন রোড’ থেকে এককভাবে ‘অনন্যা’ কিংবা নব্বই দশকের প্রবেশপথে ‘জেল থেকে বলছি’- সে থেকে যে পথে চলেছেন জেমস সে পথের বিস্তৃতি বেড়েছে, বেড়েছে প্রস্ততা।

নওগাঁর পত্নীতলার ফারুক মাহফুজ আনাম দেশের গণ্ডি পেরিয়ে জেমস নামে হয়ে উঠেছেন আন্তর্জাতিক তারকা। জেমসের কণ্ঠের মাদকতায় এখনও কোটি তরুণ বুঁদ হয়, এখনো কনসার্টে দুষ্টু ছেলের দলের ঢল নামে; তরঙ্গায়িত হয় বিশাল জনরাশি। উত্তরীয় বাতাসে যেমনটা ঢেউ খেলে যায় ধানের খেতে, তেমনি আর্মি স্টেডিয়াম কিংবা কোনো জেলা স্টেডিয়ামে জেমসের কণ্ঠে এপার-ওপার প্রবাহিত হয় অজস্র উর্মিমালা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ