একের পর এক বিতর্কিত খবরে শিরোনাম হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গতকাল আবার ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। সেখানে আবার তাল মিলিয়েছেন সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ফিফা নিষিদ্ধ করার পর আলোচনা-সমালোচনা কম হয়নি। দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা আসতে পারে আরও।
বিতর্কিত এই বাফুফে কমিটির বিরুদ্ধে এবার দুদকে আবেদন করেছে ব্যারিস্টার সুমন। আজ বুধবার (৩ মে) সকালে দুদক কার্যালয়ে আবেদন করতে যান সুমন ও তার সহযোগীরা।
এসময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারিস্টার সুমন বলেন, ‘১৮ কোটি মানুষ যদি বাংলাদেশে থাকে, তাহলে ১৮ কোটিই ফুটবল ফেডারেশনের এসব দুর্নীতির বিষয়ে জানে। এখন আন্তর্জাতিকভাবেও সবাই জানে যে ফুটবলেও এমন দুর্নীতি হয় বাংলাদেশে। সোহাগের ইস্যুতে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা কাজ শুরুর আগেই দুজন পদত্যাগ করেছেন। তাহলে আপনারা বুঝেন কী তদন্ত হবে।’
ব্যারিস্টার সুমন আরও বলেন, ‘সাংবাদিকদের বাবা-মাকে নিয়ে যা বলেছেন সালাউদ্দিন, তা নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে এটাই বলব যে, পুলিশ যেমন মাদক শনাক্তে ডোপ টেস্টের ব্যবহার করে, তেমন ফুটবল ফেডারেশনে ডোপ টেস্টের ব্যবস্থা করে সালাউদ্দিনদের ডোপ টেস্ট করানো উচিত।’