• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন

ডোমারে ডাকাতির ঘটনায় তিনজন আটক

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

নীলফামারীর ডোমারে ছোট রাউতা ব্রাহ্মনপাড়া এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনায় তিনজনকে আটক করেছে ডোমার থানা পুলিশ। এদের মধ্যে একজনকে তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে। আটককৃত ডাকাত সদস্যরা হলেন বেড়াডাঙ্গা জেলেপাড়ার রবি চন্দ্র দাসের ছেলে অনিল চন্দ্র দাস, ছোট রাউতা এলাকার কালিদাসের ছেলে রঙ্গিয়া দাস ও সৈয়দপুরের লক্ষনপুর সরকারপাড়ার নজরুলের ছেলে নজু মামুদ। গত ৩০ এপ্রিল গভীর রাতে মুখোশধারী ৮ থেকে ১০ জনের ডাকাত দলটি পুরোহিত বিজয় চক্রবর্তীর বাড়িতে হানা দিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে লুন্ঠন করে নগদ ১ লক্ষ ৮৮ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন তৈজসপত্র। ঘটনার ৬ দিনের মাথায় বিশেষ অভিযান চালিয়ে ক্লুলেজ ঘটনার রহস্য উদঘাটন করে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এসময় খোয়া যাওয়া অর্থ, স্বর্ণালঙ্কার, তৈজসপত্র পুরোহিত বিজয় চক্রবর্তীর পরিবারের হাতে তুলে দেয়া হয়। এদের মধ্যে অনিল চন্দ্র দাসকে ৩ দিনের রিমান্ডে দেয়া হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় অপকর্মের বিরুদ্ধে আরও মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ