• রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০১:০৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে বাঁধা প্রদান, ইউএনও’র ওপর হামলা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

ফরিদপুরের মধুখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানা যায়।

আজ মঙ্গলবার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন-২ এর কার্যক্রমে বাঁধা প্রদান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা ও সরকারি গাড়ি ভাংচুরের ইন্ধন দেয়ার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চেয়ারম্যানের বরখাস্তের একটি প্রজ্ঞাপন পাওয়া গেছে। বিধি অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ, গত ৪ মে ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে আশ্রয়ন প্রকল্পের কাজ দেখতে গেলে স্থানীয়রা তার উপর হামলা করে। এসময় ইউএনওসহ আনসার সদস্যদের মারপিট করা হয়। ভেঙ্গে দেওয়া হয় ইউএনও’র গাড়ি। এ ঘটনায় পুলিশ ও ইউএনও’র পক্ষ থেকে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে প্রধান আসামি করে পৃথক দুটি মামলা করা হয়। দুটি মামলায় ৫ শতাধিক আসামি রয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে চেয়ারম্যান আসাদুজ্জামান তপনসহ চারজনকে গ্রেফতার করে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত সোমবার চেয়ারম্যানকে দুইদিনের এবং বাকি তিনজনের একদিনের রিমান্ড মঞ্জুর করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ