আগামী মৌসুমে সৌদি আরবেই খেলবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বিশেষ সূত্রের বরাতে মঙ্গলবার এমন খবরই দিয়েছে ফরাসি সংবাদমাধ্যম এএফপি।
সূত্র বলেছে, ‘মেসির সাথে চুক্তি করা শেষ। তিনি আগামী মৌসুমে সৌদিতেই খেলবেন।’ যদিও এই সূত্র নাম প্রকাশ করতে রাজি হয়নি।
নাম গোপন রাখা সেই সূত্র আরও বলেছে, ‘এই চুক্তি আলাদা কিছু। এটা বেশ বড়সর। এখন আমাদের কেবল কিছু খুটিনাটি বিষয় চূড়ান্ত করা বাকি আছে।’
তবে এ বিষয়ে মেসির বর্তমান ক্লাব পিএসজি জানিয়েছে, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত তাদের সাথে মেসির চুক্তি বহাল আছে সহজ কথা এটাই। তবে পিএসজির আরও একটি নাম না প্রকাশ করা সূত্র অবশ্য বলেছে, ক্লাব মেসির চুক্তি নয়াবয়ন করতে চাইলে তা আগেভাগেই করে ফেলত। এই সূত্রের কথার ইঙ্গিতও বলছে, অচিরেই সাঙ্গ হচ্ছে মেসির ফরাসি অধ্যায়।
যদিও মেসির পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে জানা গিয়েছিল, বছরে ৪০ কোটি ডলারের বিনিময়ে আগামী মৌসুমে মেসিকে দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছে সৌদির ফুটবল ক্লাব আল হিলাল।