• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন

ইমরান খানের দলের আরও এক শীর্ষ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১০ মে, ২০২৩

ছবি সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পর তেহরিক-ই-ইনসাফের আরও এক শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এবার দলটির মহাসচিব আসাদ ওমরকে গ্রেফতার করেছে দেশটির কাউন্টার টেরোরিজম বিভাগ। ইমরান খানকে যে আদালতের প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়েছে তাকেও সেখান থেকে তুলে নেওয়া হয়। খবর জিও নিউজের।

প্রতিবেদনে বলা হয়, কাউন্টার টেরোরিজমের কর্মকর্তারা ইসলামাবাদ হাইকোর্ট বার রুমের বাইর থেকে আসাদ ওমরকে গ্রেফতার করে। সেখানে তিনি অন্য পিটিআই নেতাদের সঙ্গে ছিলেন। তাদের মূল উদ্দেশ্য ছিল আগেই গ্রেফতার হওয়া ইমরান খানের সঙ্গে দেখা করার জন্য আবেদন করা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওমরের গ্রেফতার ঠেকাতে পিটিআইয়ের আইনজীবীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান। কিন্তু শেষ পর্যন্ত তার গ্রেফতার ঠেকাতে পারেনি।

এদিকে ইমরান খানকে আদালত চত্বর থেকে গ্রেফতারের পর আইন অনুযায়ী সর্বোচ্চ রিমান্ডের আবেদন করতে যাচ্ছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। সংস্থাটির সূত্র পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে জানিয়েছে, পিটিআই চেয়ারম্যানকে বুধবার (১০ মে) বিকেলে জবাবদিহিতার আদালতে হাজির করা হবে।

সূত্রটি বলেছে, আমরা তাকে অন্তত চার-পাঁচদিন হেফাজতে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবো।

এনএবি সূত্র বলেছে, আমরা আদালতের কাছে ইমরান খানের সর্বোচ্চ ১৪ দিনের শারীরিক রিমান্ড চাইবো। আদালত অন্তত চার-পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করবেন বলে আশা করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ