• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন

ইসরায়েলি বিমান হামলায় দুই দিনে ২১ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

ফিলিস্তিনের গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত দুই দিনে দেশটির হামলায় অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ঘটনার পর ইসরায়েলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়েছে।

এদিকে গাজার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে, বুধবার (১০ মে) প্রাণ হারিয়েছে ছয় ফিলিস্তিনি। এর আগের দিন নিহত হয় অন্তত ১৫ জন। বুধবার যারা নিহত হয়েছে তাদের মধ্যে চারজন পপুলার ফ্রন্টের সদস্য। এদিন গাজা শহরের একটি বাড়িতে বিস্ফোরণে ১০ বছর বয়সী এক কিশোরীও নিহত হয়েছে।

এদিকে হামলা শুরু হওয়ার পর সেখানের সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। সীমিত করে দেওয়া হয়েছে মানুষের চলাফেরা। অবরুদ্ধ অঞ্চলটির বেশ কিছু স্থানে এই হামলা চালিয়েছে দখলদার বাহিনী। বিশেষ করে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ মুভমেন্টের (পিআইজে) স্থাপনা লক্ষ্য করে।

তবে গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়েছে। গতকালের হামলার পর গাজা থেকে এটাই পাল্টা হামলা বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ