প্রথম দুই ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। সিরিজে টিকে থাকতে তাই তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। ঠিক সেই পরিস্থিতিতে ঘুরে দাঁড়াল যুবারা। সহজ জয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টিকে রইল সিরিজে।
বৃহস্পতিবার ৪ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশের যুবারা। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে পাকিস্তানের যুবাদের করা ১৫৪ রান ১৪৪ বল হাতে রেখে টপকে গেছে স্বাগতিকরা।