• রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

অভিষেক রাঙাতে পারলেন না রনি

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৪ মে, ২০২৩

সাকিব আল হাসানের চোটে কপাল খুলেছিল রনি তালুকদারের। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না এই ওপেনার। ওয়ানডে অভিষেকে নিজের খেলা প্রথম ১২ বলে কোনো রান নিতে পারেননি রনি। তবে ১৩তম বলে বাউন্ডারি হাঁকিয়ে ওয়ানডেতে রানের খাতা খুলেন তিনি। তবে পরের বলেই ফিরতে হয়েছে সাজঘরে। চতুর্থ ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে গুড লেন্থে করেছিলেন মার্ক অ্যাডায়ার। সেখানে জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েছেন তিনি। তাতে ৪ রানে থেমেছেন অভিষিক্ত এই ওপেনার। ৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩১ রান। ৮ রান নিয়ে উইকেটে আছেন নাজমুল হোসেন শান্ত, অপর অপরাজিত ব্যাটার তামিমের সংগ্রহ ১০ রান।

এর আগে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। এদিন বাংলাদেশের ১৪১ ও ১৪২তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে মৃত্যঞ্জয় চৌধুরী ও রনি তালুকদারের। এছাড়া একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান।
আগের ম্যাচে চোট পেয়ে ছিটকে গেছেন সাকিব আল হাসান। এছাড়া একাদশের বাইরে চলে গেছেন তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ