• বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

আমার তো বাচ্চা দরকার নেই, শাকিবের সঙ্গে সিনেমা করার প্রশ্নে মডেল মারিয়া

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৭ মে, ২০২৩

ঢালিউডের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান। উঠতি মডেল থেকে শুরু করে প্রতিষ্ঠিত নায়িকারাও তার সঙ্গে সিনেমা করার জন্য মুখিয়ে থাকেন। সেই শাকিব খানের সঙ্গে সিনেমা করার প্রশ্নেই কিনা বিস্ফোরক মন্তব্য করলেন র‌্যাম্প মডেল মারিয়া কিসপট্টা!

একটি সাক্ষাৎকারে এই মডেলকে উপস্থাপিকা প্রশ্ন করেন, ‘এখন যদি তোমাকে বলা হয়, সুপারস্টার শাকিব খানের সঙ্গে সিনেমা করতে, তুমি কি করবে?

এই প্রশ্নে মডেল মারিয়া পাল্টা প্রশ্ন করে বলেন, কোন শাকিব? সাকিব আল হাসান? উপস্থাপিকা তখন ইংরেজিতে বলেন, ‘উই আর টকিং অ্যাবাউট শাকিব খান।’ বাংলায় যার অর্থ, ‘আমরা শাকিব খান সম্পর্কে কথা বলছি।

এরপরই বেশ অবাক হয়ে যান মডেল মারিয়া। বিস্ময় প্রকাশ করে তিনি উপস্থাপিকার দিকে প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘শাকিব খান! কী বললে যেন প্রশ্নটা? শাকিব খান কেন হবে? কিসের জন্য? আমি কি ফিল্ম করতে চাই তার সঙ্গে?

তখন উপস্থাপিকা বলেন, ‘অফার আসলে করবে কি না? জবাবে মডেল মারিয়া বলেন, ‘না, আমার তো বাচ্চা দরকার নেই। আমার তো বাচ্চা আছে। আই অ্যাম এ মাদার অব টু কিডস।’ অর্থাৎ, তিনি ইতোমধ্যে দুই সন্তানের মা, এটাই বুঝিয়ে দেন ওই মডেল।

মারিয়ার ধারণা, শাকিব খানের সঙ্গে কেউ সিনেমা করতে গেলেই তিনি সন্তান কোলে নিয়ে সামনে আসেন। শুধু মডেল মারিয়া নন, পর পর দুটি ঘটনার কারণে বাংলাদেশি কিং খান সম্পর্কে এমন বিস্ফোরক মন্তব্য অনেকেই করেছেন এর আগে।

২০০৮ সালে নিজের ৭০টিরও বেশি সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেন শাকিব খান। ২০১৭ সালের মাঝামাঝি সেই অপু বিশ্বাস টিভি চ্যানেলে হাজির হন সন্তান কোলে নিয়ে। জানান, শাকিব খান তার স্বামী, এই সন্তানের বাবাও শাকিব খান।

এরপর অপুর সঙ্গে ডিভোর্সের পরও একই ঘটনা ঘটান শাকিব খান। ২০১৮ সালে সাবেক সংবাদ পাঠিকা ও বর্তমান নায়িকা শবনম বুবলীকে বিয়ে করেন গোপনে। গত বছর সেই বুবলীও তার সন্তানের ছবি প্রকাশ করে জানান, এই সন্তানের বাবা শাকিব খান।

পরপর এ দুটি ঘটনার কারণে সাধারণ নেটিজেন থেকে শুরু করে শোবিজ অঙ্গণের অনেক মানুষও বিভিন্ন সময়ের মন্তব্য করেছেন যে, শাকিব খানের সঙ্গে কোনো নায়িকা পরপর কয়েকটি সিনেমা করলেই তাকে সন্তানের মা বানিয়ে দেন।

এবার সেদিকে স্পষ্ট ইঙ্গিত করলেন মডেল মারিয়া কিসপট্টাও। দুই দশক ধরে বাংলাদেশের প্রথম সারির র‌্যাম্প মডেল হয়ে কাজ করছেন তিনি। ২০০৫ সাল থেকে কাজ করছেন আন্তর্জাতিক প্লাটফর্মে। নতুন মডেল তৈরির জন্য মারিয়ার একটি গ্রুমিং স্কুলও রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ