সময়টা ভালো যাচ্ছে না বলিউড তারকা অমিতাভ বচ্চনের। কয়েকদিন আগে জ্যাম এড়াতে বাইকে চড়ে সমালোচনার শিকার হয়েছেন তিনি। সেই রেশ থাকতেই তার আচরণে রেগে আগুন নেটিজেনরা। সম্প্রতি এক পাকিস্তানি শিশুর প্রশংসা করে বিপাকে অমিতাভ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
নেট দুনিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন বিগ-বি। সেখানে দেখা গেছে একটি ছোট বালক ক্রিকেট খেলছে। একের পর এক চোখ ধাঁধানো শট মারছে সে। যা দেখে বাহবা দিচ্ছে গোটা নেটপাড়া। ভিডিওটি শেয়ার পর্যন্ত নেটাগরিকদের চোখে ঠিক ছিলেন অমিতাভ। কিন্তু বিপদ ডেকে আনেন ক্যাপশনের কারণে।
অমিতাভ ভিডিওর সঙ্গে লিখেছিলেন, ভারতের ক্রিকেটের ভবিষ্যত সুরক্ষিত হাতেই রয়েছে। এতেই বেঁধেছে বিপত্তি। কেননা ওই শিশুটি ভারতের চিরশত্রু পাকিস্তানের। তাকে ভারতীয় ক্রিকেট টিমের ভবিষ্যত বলাতেই রেগে আগুন নেটিজেনরা। চরম ট্রলের শিকার হতে হয়েছে অভিনেতাকে। কেউ ভুল ধরিয়ে দিয়ে বলেছেন, শিশুটি পাকিস্তানের। কেউ আবার অমিতাভের চরম নিন্দা করেছেন।
সোশ্যাল মিডিয়ায় বর্তমানে দাপটের সঙ্গে রাজত্ব করছে এই শিশুটি। সে পাকিস্তানের বাসিন্দা। তার সঙ্গে ভারতীয় ক্রিকেট টিমের কোনও সংযোগই নেই। ভুলক্রমে তাকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলতেই বিপত্তি এসে জেঁকে বসেছে অমিতাভের কাঁধে। তবে এ নিয়ে অভিনেতা কোনো মন্তব্য করেননি।