আশিয়ানা হাউজিং কেলেঙ্কারিতে নিরপরাধ সনদ বা দায়মুক্তি পেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। প্রতিবেদনে বলা হয়েছে, এতে দেশের কোনো ক্ষতি হয়নি এবং শরীফও কোনো সুবিধা পাননি।-সামা
আশিয়ানা হাউজিং কেলেঙ্কারিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে দায়মুক্তি দিয়েছে জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি)। এনএবি-এর রিপোর্ট অনুযায়ী, আশিয়ানা হাউজিং কন্ট্রাক্ট দেওয়ার ক্ষেত্রে শেহবাজ শরিফের বিরুদ্ধে দুর্নীতির কোনও প্রমাণ পাওয়া যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, আশিয়ানা প্রকল্পে জাতীয় কোষাগারের কোনও ক্ষতি হয়নি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কোনও সুবিধা পাননি।
এনএবি রিপোর্টে বলা হয়েছে যে, শেহবাজ শরীফের বিরুদ্ধে ক্ষমতার অবৈধ ব্যবহারের কোন প্রমাণও পাওয়া যায়নি।
এনএবি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আশিয়ানা কেলেঙ্কারিতে শেহবাজ শরীফের বিরুদ্ধে বিদ্বেষের কোনো উপাদান প্রমাণিত হয়নি। কামরান কায়ানি জাতীয় কোষাগারের কোনো ক্ষতি করেননি এবং ফাওয়াদ হাসান ফাওয়াদ কোনো ঘুষ নেননি বলে প্রতিবেদনে যোগ করা হয়েছে।
লাহোরের জবাবদিহিতা আদালতে এই মামলায় খালাসের জন্য শেহবাজ শরিফের আবেদনের জবাব দিয়েছে জবাবদিহিতা ব্যুরো। এতে বলা হয়, খালাসের আবেদনের বিষয়ে জবাবদিহি আদালতের আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত।
আদালত যুক্তিতর্কের জন্য আইনজীবীদের তলব করেন। এরপর ২৭ মে পর্যন্ত শুনানি মুলতবি করা হয়। জবাবদিহিতা আদালতের বিচারক শেখ সাজ্জাদ আহমেদ রিফারেন্সের শুনানি করেন। শেহবাজ শরীফের প্রতিনিধি অ্যাডভোকেট আনোয়ার হুসেন আদালতে হাজির হন এবং উপস্থিতি সনাক্ত করেন।