মেক্সিকোয় একটি গাড়ির শোয়ে এলোপাতাড়ি গুলিতে অন্তত দশজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জনের বেশি লোক। দেশটির উত্তরাঞ্চলের বাজা ক্যালিফোর্নিয়ায় শনিবার এই গুলির ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, একটি ধূসর গাড়িতে এসে হামলাকারীরা আচমকা গুলি চালাতে শুরু করেন। স্থানীয় সময় সোয়া দুইটার দিকে এই ঘটনার সময় সেখানে গাড়ির শো চলছিল। খবর রয়টার্সের
হামলার খবর পেয়ে দ্রুত হাজির হয় মেক্সিকোর রেড ক্রস, পুলিশ, দমকল বাহিনী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতরা কোন দেশের বাসিন্দা তা এখনও জানানো হয়নি।
মেয়র আরমান্দো আয়ালা রোবেলস বলেছেন, রাজ্যের অ্যাটর্নি জেনারেল রিকার্ডো ইভান কার্পিও সানচেজ গুলি চালানোর তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে গুলির ঘটনা দিন দিন বাড়ছে। বন্দুক সংক্রান্ত আইন পাশ হলেও থামছে না হামলার ঘটনা। গত সেপ্টেম্বরে মধ্য মেক্সিকোর একটি পানশালায় বন্দুকধারীর হামলায় মৃত্যু হয়েছিল ১০ জনের। এর আগে মার্চে একটি হামলায় ১৯ জনের মৃত্যু হয়।