গ্রিসের জাতীয় নির্বাচনে বিশাল জয় পেয়েছে ক্ষমতাসীন নিউ ডেমোক্র্যাসি পার্টি (এনডি)। বেশিরভাগ ভোট গণনার পর ৪০ দশমিক ৮ শতাংশ সমর্থন নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসো-তাকিসের নেতৃত্বাধীন রক্ষণশীল দলটি। সোমবার বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বোরবারের নির্বাচনে অ্যালেক্সিস সিপরাসের বামপন্থী দল সিরিজা পেয়েছে ২০ দশমিক ১ শতাংশ ভোট। জয় নিশ্চিতের পর উল্লাসে মাতে নিউ ডেমোক্র্যাসি পার্টির নেতা-কর্মী ও সমর্থকরা। প্রথম স্থানে থাকলেও ম্যাজিক ফিগার ১৫১ থেকে ছয় আসন দূরে রয়েছে ক্ষমতাসীন দল। এ অবস্থায় একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে এনডিপ্রধানকে অন্য দলের সঙ্গে জোট বাঁধতে হবে অথবা নতুন নির্বাচন চাইতে হবে।
তবে গ্রিসের নির্বাচনী আইন অনুযায়ী, প্রথম দফায় এগিয়ে থাকা দল দ্বিতীয় দফার নির্বাচনে অতিরিক্ত আসন (বোনাস সিট) পাবে।
এরই মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতে নতুন ভোটাভুটিরই ইঙ্গিত দিয়েছে রক্ষণশীলরা। জানায় দেশে স্থিতিশীলতার লক্ষ্যে একটি সরকারের চার বছরের মেয়াদ পূর্ণ হওয়া প্রয়োজন। একক সংখ্যাগরিষ্ঠ সরকারই নিশ্চিত করতে পারে বিষয়টি। ফলে দ্বিতীয় দফা ভোট আগামী জুন মাসের শেষে বা জুলাই মাসের শুরুর দিকে অনুষ্ঠিত হতে পারে।
নির্বাচনে কয়েক ডজন দল অংশ নিলেও মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মিতসো-তাকিস ও তার মধ্যম দক্ষিণপন্থী দল এনডির সঙ্গে সিরিজা পার্টির। বামপন্থী এ দলের নেতৃত্ব রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাস। তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
নির্বাচনে জয় পাওয়ায় কিরিয়াকোস মিতসো-তাকিসকে অভিনন্দন জানিয়েছেন অ্যালেক্সিস সিপরাসে।