ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান হস্তান্তর করলে সংঘাতে ন্যাটোর সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ।
সোমবার দূতাবাসের এক টেলিগ্রাম বার্তায় তিনি এ মন্তব্য করেন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আন্তোনোভ বলেন, ইউক্রেনে এফ-১৬ পরিচালনার জন্য কোনো অবকাঠামো নেই এবং প্রয়োজনীয় সংখ্যক পাইলট এবং রক্ষণা-বেক্ষণ কর্মীও নেই। তাহলে কারা এটি নিয়ন্ত্রণ করবে?
এর আগে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেয়া হলে তা ‘মারাত্মক ঝুঁকি’ সৃষ্টি করতে পারে বলে পাশ্চাত্যের দেশগুলোকে হুঁশিয়ার করেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার গ্রুশকো।
এফ-১৬ যুদ্ধবিমানকে খুবই কার্যকর অস্ত্র বিবেচনা করা হয়। এই বিমানের পাল্লা ৫০০ মাইল (৮৬০ কিলোমিটার)। ফলে এফ-১৬ পেলে ইউক্রেনের বিমানবাহিনী খুবই শক্তিশালী হয়ে ওঠবে।
মার্কিন-নির্মিত এফ-১৬ বিমান ইউরোপের মাত্র কয়েকটি দেশে রয়েছে। এদের একটি হলো নেদারল্যান্ডস। ফলে ধারণা করা হচ্ছে, নেদারল্যান্ডস তাদের কাছে থাকা কয়েকটি এফ-১৬ বিমান ইউক্রেনের কাছে বিক্রি করতে আগ্রহী। তবে এতে স্পর্শকাতর মার্কিন প্রযুক্তি থাকায় তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করার আগে যুক্তরাষ্ট্রের অনুমতি প্রয়োজন।