• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

লন্ডনে নওয়াজ শরীফের ওপর হামলার খবর, পরিবার বলছে ভিন্ন কথা

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৮ মে, ২০২৩

শনিবার সন্ধ্যায় পাকিস্তানে একটি খবর ছড়িয়ে পড়ে। তাতে বলা হয় মধ্য লন্ডনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ওপর হামলা হয়েছে। কিন্তু ওই হামলা নওয়াজ শরীফের ওপর নয় বলে জানিয়েছে অনলাইন জিও টিভি। এতে বলা হয়েছে, ঘটনার সময় বন্ড স্ট্রিটে একটি কফির দোকানে ছিলেন নওয়াজ শরীফ। সঙ্গে ছিলেন দু’জন দেহরক্ষী ও গাড়ির চালক। এ সময় এর বাইরে ব্লাক লাইভস ম্যাটার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। নিজেদের অধিকার আদায়ের জন্য ওই স্থানটিকে বেছে নিয়েছিলেন ওই বিক্ষোভকারীরা। তা নিয়ে খুররম ভাট টুইট করেন যে, নওয়াজ শরীফের ওপর হামলা হয়েছে। এর পাশেই ছিল নওয়াজ শরীফের গাড়ি পার্ক করা। পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় এক বিক্ষোভকারী কফি ছুড়ে মারেন।

তা গিয়ে পড়ে নওয়াজ শরীফের গাড়িতে। এ ঘটনায় এক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিও ফুটেজে দেখা যায় এক ব্যক্তিকে পুলিশ ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছে। তার পরনে সাদা হাজমত স্যুট। তাতে ব্লাক লাইভস ম্যাটারের স্লোগান লেখা।
কিন্তু পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) কর্মী খুররম ভাট টুইটে বলেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ওপর হামলা করেছে পিটিআই সমর্থকরা। টুইটের পর তিনি জিও টিভিকে নিশ্চিত করেন, প্রায় ১০ জন পিটিআই কর্মী নওয়াজ শরীফের ওপর হামলা চালিয়েছে। তবে নওয়াজ শরীফ অক্ষত আছেন। হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশি নিরাপত্তায় নিয়েছে। তিনি একটি গাড়ি, পুলিশ এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার একটি ছবিও শেয়ার করেন। পরে তিনি ওই টুইট মুছে ফেলেন। নওয়াজ শরীফের পারিবারিক সূত্র বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ওপর কোনো হামলা হয়নি। ঘটনার সময়ে তিনি সেখানে একটি কফি শপে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ