• রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

 সৈয়দ হকের গান: তুমি আসবে বলে

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৯ মে, ২০২৩

 লেখক  শাহীনুর রেজা
একটি গ্রন্থ প্রকাশিত হলে তার প্রকাশের-খবর প্রচারিত নাও হতে পারে। এতে প্রকাশিত গ্রন্থের পাঠ থেকে পাঠকরা  যেমন বঞ্চিত হন এবং তেমনি লেখক বঞ্চিত হন তাঁর প্রাপ্য মর্যাদা থেকে। উল্লেখ্য যে, প্রকাশক বা লেখক একটি গ্রন্থ প্রকাশ করতে যতখানি আগ্রহী হন, তার কিয়দংশও প্রচারে মনোযোগী হন না। প্রকাশক শুধুমাত্র বইমেলা উপলক্ষে একটা বুকলিস্ট তৈরি করেন আর বিশেষ-বিশেষ লেখকের ক্ষেত্রে একটা-দুটো বিজ্ঞাপন ব্যস।
আমার মতে একজন লেখকের কোন গ্রন্থের প্রকাশের মর্যাদা লাভ মানে হলো তা পাঠক-সম্মুখে আনার মর্যাদা লাভ। কিন্তু এসবে দায়সারা। ফেব্রুয়ারি-২০২৩ বইমেলায় ৩ হাজার ৭৩০টি গ্রন্থ বিক্রির বিপরীতে মূল্যমান ৪৭ কোটি টাকা [বাংলা একাডেমি তথ্য মতে]। প্রকাশিত নতুন মানসম্মত বই ২৫%। তারমানে ৭৫% বই অ-মানসম্মত। এই বৃহৎ সংখ্যক অ-মানসম্মত বইয়ের ভিড়ে মানসম্মত বই কোনঠাসা। নতুন ভাল বই, নতুন ভাল লেখকদের জন্য প্রতিবন্ধকতা স্বরূপ।
 একটা ভালো গ্রন্থের জন্য প্রকাশক যেন-তেন, প্রচার জরুরী। শুধু প্রকাশিত-বছর না, ফি-বছর প্রকাশিত গ্রন্থের প্রচার জরুরী।
এতক্ষণ ইনিয়ে-বিনিয়ে যে মানসম্মত বইয়ের স্বল্প প্রচারের বা না-প্রচারের প্রসঙ্গ বললাম, সেটি হলো লেখক, সংগীত গবেষক আসলাম আহসানের সংগীত বিষয়ক গবেষনা গ্রন্থ ‘তুমি আসবে বলে: সৈয়দ হকের গান’। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় সেপ্টেম্বর ২০১৭ (!), প্রচ্ছদ শিল্পী: সব্যসাচী হাজরা, মূল্য: ১৫০ টাকা, পৃষ্ঠা: ১৩৩, প্রকাশক: বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
সূচিসারণী সাজানো হয়েছে এভাবে ভূমিকা, প্রসঙ্গ কথা, সংশোধন পত্র, সৈয়দ হকের গান: মধুমতি গাঁয়ে ফেরার আহবান, গানের তালিকা, গানের পূর্ণাঙ্গ বাণী, পরিশিষ্ট-১, পরিশিষ্ট-২।
‘মহাপরিচালকের কথা’য় মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেছেন
“গীতিকার সৈয়দ হক আমাদের কাছে এক বিম্ময়। তাঁর অন্যান্য সাহিত্যকর্মের সাথে তাঁর রচিত গানগুলো হয়েছে জননন্দিত। চিরায়ত প্রেমের অনুভবের নানা স্তরে রয়েছে তাঁর গানের অবস্থান। সময়ের দৃশ্যপটে প্রেম আশা-নিরাশা-হতাশার ত্রিমাত্রিক পারস্পর্যে সঞ্জীবীত রয়েছে সৈয়দ হকের গানগুলো। তাঁর গানের লিরিক ও মেলোডি আজও শ্রোতাদের প্রাণ-মন আবিষ্ট ও মোহগ্রস্ত করে তোলে। তিনি কথা ও সুরের মিলনসূত্রে  বেঁধে যেভাবে গানগুলোকে মানুষের সামনে এনেছেন তা অত্যন্ত বিস্ময়কর।”
আসলাম আহসানের ১৩০ পৃষ্ঠার ‘সৈয়দ হকের গান’ গ্রন্থ নিয়ে আরো ১৩০ পৃষ্ঠার গ্রন্থ নির্দিধায় রচনা করা সম্ভব। আমি শুধুমাত্র বইটি পাঠককুলের গোচোরিভূত করলাম।
মানিকে মানিক চেনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আসলাম আহসান,  সৈয়দ হকের গান, সব্যসাচী হাজরা মানে-গুণে একাকার।
লেখক: সাহিত্য ও সংগীত ব্যক্তিত্ব
ভারপ্রাপ্ত সম্পাদক: দৈনিক সংবাদ সংযোগ প্রত্রিকা 
shahinurmusic70@gmail.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ