তুরস্কে টানটান উত্তেজনারপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে জয় পেয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর মাধ্যমে আরও পাঁচ বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। জয়ের পর অভিনন্দন বার্তায় ভাসছেন এরদোয়ান। বিশ্বনেতারা তাকে বিভিন্নভাবে সাফল্যের বার্তা দিচ্ছেন। অভিনন্দন বার্তায় কাতারের আমির এরদোয়ানকে ‘প্রিয় ভাই’ হিসেবে সম্বোধন করেছেন। অপরদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাকে পাকিস্তানের জনগণের বন্ধু হিসেবে অভিনন্দন জানিয়েছেন।
টুইটবার্তায় কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি তুর্কি প্রেসিডেন্টের নতুন মেয়াদে সাফল্য কামনা করেছেন। তিনি লিখেছেন, ‘আমার প্রিয় ভাই, রিসেপ তাইয়েপ এরদোগান, আপনার বিজয়ের জন্য অভিনন্দন’।
এরদোয়ানকে অভিনন্দন জানিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান টুইট করেছেন। তিনি লিখেছেন, আমি রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অভিনন্দন জানাতে চাই। জনগণের পক্ষ থেকে তাকে পাকিস্তানের বন্ধু মনে করা হয়।
ইমরান খান লিখেছেন, আমি প্রার্থনা করি যেন রাষ্ট্রপতি হিসাবে তার নতুন পাঁচ বছরের মেয়াদ তুরস্কের জনগণের জন্য সমৃদ্ধি বয়ে আনে।
নির্বাচনে এরদোয়ানের জয়লাভের খবর প্রকাশ হওয়ার পর বিশ্বনেতারা তাকে শুভেচ্ছায় সিক্ত করছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ‘ভাই এবং বন্ধু’ এরদোয়ানের ‘জয়’ উদযাপন করছেন।
তুরস্কের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এই জয়কে ‘তুর্কি জনগণের অব্যাহত মূল্যবান আস্থার নিদর্শন’ বলে অভিহিত করেছেন।
তুরস্কের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এই জয়কে ‘তুর্কি জনগণের অব্যাহত মূল্যবান আস্থার নিদর্শন’ বলে অভিহিত করেছেন।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ফোন করে এরদোয়ানকে অভিনন্দন জানিয়ে তাকে বাকু সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধানরা এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন।