• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন

সরকার পিটিআইয়ের বিরুদ্ধে ক্র্যাকডাউন চালাচ্ছে : ইমরান খান

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৯ মে, ২০২৩

– ছবি : সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘পিটিআইয়ের গণতন্ত্র ফিরিয়ে আনার প্রচেষ্টায় ক্র্যাকডাউন চালানো হচ্ছে।’ ইমরান খান ৯ মে সহিংসতার বিষয়ে এবং বিচার বিভাগীয় তদন্ত নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের বিচারকদের নোট নিতে অনুরোধ করেছিলেন যেন শুধুমাত্র দোষীদের শাস্তি দেয়া হয়।

পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) সরকারের দল ভাঙ্গার চেষ্টার কথা তুলে ধরে ইমরান খান বলেন, ‘সরকার পিটিআই নেতাকর্মীদের দল ত্যাগের জন্য চাপ প্রয়োগ করছে এবং আগামী দুই, তিন, এমনকি চার সপ্তাহ পর্যন্ত এই চাপ প্রয়োগ অব্যহত রাখতে পারে।’

সংবাদমাধ্যম ডনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘’পিটিআই প্রধান লাহোরে তার জামান পার্কের বাসভবন থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে সমর্থকদের সাথে কথা বলার সময় দাবি করেছিলেন, ‘তারপরে নির্বাচনের জন্য একটি সময়সীমা দিন।’’

গত বছরের এপ্রিলে সংসদে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়া ইমরান খান বলেন, ‘আমি আমার ক্ষমতার জন্য নির্বাচন দাবি করছি না, দাবি করছি দেশের স্বার্থে।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তানের জনগণকে আগামী নির্বাচনে তাদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করতে দিন।’

পিটিআই চেয়ারম্যান অনুরোধ করেন, ‘ইমরান খানকে দূরে রাখার চেষ্টায় দেশকে ধ্বংস করবেন না।’
সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ