উত্তর আমেরিকার দেশ কানাডায় আবারো দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কানাডার পূর্বাঞ্চলীয় শহর হ্যালিফ্যাক্সে রোববার (২৮ মে) গভীর রাতে দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
এরই মধ্যে সেখান থেকে হাজার হাজার নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ। সোমবার এ খবর জানিয়েছে রয়টার্স।
বন্দর শহরটিতে এরই মধ্যে ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা আগামী সাত দিন কার্যকর থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নোভা স্কোটিয়ার প্রধান টিম হিউস্টন রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, দাবানল নেভাতে ওয়াটার বোমারু বিমান আনা হয়েছে।
চলতি মাসেই দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য আলবার্টায় ভয়াবহ দাবানলের কারণে জারি করা হয় জরুরি অবস্থা। সে সময় সেই অঞ্চলের ২৫ হাজারের বেশি মানুষকে বাড়িঘর ছাড়তে হয়।