• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

তিমিটি কি সত্যিই রুশ গুপ্তচর?

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩১ মে, ২০২৩

ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে বিজ্ঞানীরা একটা তিমি মাছের গতিবিধি আলাদাভাবে পর্যবেক্ষণ করছেন।

কয়েক মিটার লম্বা এই তিমিটিকে কয়েক বছর আগে প্রথমবারের মতো নরওয়ের কাছাকাছি এলাকায় দেখা গিয়েছিল। সন্দেহ করা হয়, এ তিমিটি গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করা হচ্ছে। তিমিটির নাম দেয়া হয়েছিল হাভ্লাতিদিমির।

২০১৯ সালে তিমিটিকে প্রথমবারের মতো দেখা যায়। এর সাথে একটি ছোটো ক্যামেরা জুড়ে দেওয়া ছিল।

নওরোজিয়ান মৎস্য পর্যবেক্ষণ দফতর জানিয়েছে, হয়তো প্রশিক্ষণকালে তিমিটি রাশিয়ার নৌবাহিনীর কাছ থেকে পালিয়ে এসেছে। জাহাজের গতিবিধি পর্যবেক্ষণের কাজে এটিকে পারদর্শী করে তোলা হচ্ছিল।

গত রোববার তিমিটিকে সুইডেনের পশ্চিমাঞ্চলে দেখা গেছে। ২০১৯ সালের পর এটিকে দেখা গেল। স্বাভাবিকের তুলনায় বেশি গতিতে তিমিটি দক্ষিণ দিকে এগিয়ে চলছে।

সুইডেনের পর্যবেক্ষকরা বলছেন, কেন তিমিটি দ্রুত গতিতে এগিয়ে চলছে তা তারা বুঝতে পারছেন না। হয়তো তিমিটি তার সঙ্গী খুঁজছে। তিমির এই প্রজাতি বেশ মিশুক ও সামাজিক বলেও জানিয়েছে পর্যবেক্ষকরা। যদিও রাশিয়া তিমিটিকে নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি কখনো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ